O Bondhure । ও বন্ধুরে । Anim ft ST Naim । Rafi Shila & Sawon । GMC Sohan । Official Video

Published: 30 December 2019
on channel: GMC Center
17,080,304
83k

O Bondhure । ও বন্ধুরে । Anim ft ST Naim । Rafi Shila & Sawon । GMC Sohan । Official Video

Song : O Bondhure
Lyric, Tune & Singer : St Naim
Music : Anim Khan
Cast : Rafi, Shila & Shawon
Flute : Shahid
DOP, EDIT, Color & VFX : GMC Sohan
Lebel : GMC Center
Directed By : GMC Sohan

♪ Available on ♪
iTunes : https://geo.itunes.apple.com/at/album...
Spotify : http://open.spotify.com/album/7aSpFoo...
Saavn : https://www.jiosaavn.com/song/o-bondh...
Gaana : https://gaana.com/song/o-bondhure-9
Wynk : https://wynk.in/u/AM8Ot3urz
Amazon Prime Music : https://music.amazon.in/albums/B0BF5B...

Lyrics
বন্ধুরে ও বন্ধুরে....
ও বন্ধুরে ও বন্ধুরে....
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
আমার মান কুলো মান সবই গেলো
তোরে দিয়া মন এখন
আর পারিনা সইতে আমি বিচ্ছেদের আগুন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।

তোরে ভালোবাইসা আমি সোপাইছি এমন
তাইতো দিবানিশি আমি কাঁন্দি সারাক্ষণ ।
মন ভোলানো কথা কইয়া, আমারে পাগল করিয়া
সরল মনটা ভাঙ্গাইয়া দিলি কাঁচেরই মতন ।
ও বন্ধুরে ও বন্ধুরে....
ও বন্ধুরে ও বন্ধুরে....
তোরে ভালোবাইসা আমি সোপাইছি এমন
তাইতো দিবানিশি আমি কাঁন্দি সারাক্ষণ ।
মন ভোলানো কথা কইয়া, আমারে পাগল করিয়া
সরল মনটা ভাঙ্গাইয়া দিলি কাঁচেরই মতন ।
আমার মন মানেনা তোরে ছাড়া
শোনে না বারন এখন
কেন গেলি আমারে ভুইলা
পাই না তার কারন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
আগে যদি জানতাম আমি করবি তুই এমন
দেখতাম নারে তোরে নিয়া পিরিতের স্বপন ।
তোরে চিনতে ভুল কইরাছি
তোর প্রেমে আমি মইরাছি
তোর মনেতে কেউ ছিলো বুঝলাম তা এখন ।
ও বন্ধুরে ও বন্ধুরে....
ও বন্ধুরে ও বন্ধুরে....

আগে যদি জানতাম আমি করবি তুই এমন
দেখতাম নারে তোরে নিয়া পিরিতের স্বপন ।
তোরে চিনতে ভুল কইরাছি
তোর প্রেমে আমি মইরাছি
তোর মনেতে অন্য কেউ ছিলো বুঝলাম তা এখন ।
আমার মনে তোর পিরিতের দাগা
অন্তরে দহন বন্ধু
তোরে ভোলার আগে আমার
হয় যেন মরন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।
তোরে ছাড়া বাঁচে নারে প্রান বন্ধুরে
তুই বিহনে কে আছে আপন ।

#o_bondhure
#ও_বন্ধুরে
#anim_khan
#st_naim
#rafi
#shila
#sawon
#officialvideo
#gmc_center
#banglasong
#gmcsohan