তোমরা বারবার দ্রোহের প্রতিবাদী কাব্য রচনায় বৈষম্যহীন স্বদেশ গড়তে বুক চিতিয়ে জীবন বলিদান করো কিন্তু বেঈমান বিশ্বাসঘাতক ফ্যাসিবাদ পেশীতান্ত্রিক অপশক্তি তোমাদের আত্মত্যাগ ধুলোয় মাটিতে মিশিয়ে নিজেরা আবির্ভূত হয় বিকৃত নির্লজ্জ জ্ঞানপাপী মহীরুহ রূপে এবং তোমরা হারিয়ে যাও ইতিহাসের নির্মম অতল গহ্বরে। এই জীবনে একজন মৃত্যুন্জয়ী হয়ে তাই নিরবে আনমনে অশ্রুসিক্ত হই।তোমাদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং ভালবাসা।
ওয়াজিউল হক শরীফ
কবি লেখক কলামিস্ট সোশ্যাল একটিভিস্ট